Just ...

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

নিয়ন্ত্রন করুন পৃথিবীর অন্য প্রান্তের সিকিউরিটি ক্যামেরা আর দেখুন মজা!

আমরা অনেক সিসি ক্যামেরা দেখেছি। বিশেষ করে ইংরেজি সিনেমায় প্রচুর দেখেছি। ডাই হার্ড-৪ বা দ্যা টুর্নামেন্ট মুভি যারা দেখেছেন তারা নিশ্চয় দেখেছেন সিসি ক্যামেরা হ্যাক করে কতটা ভয়ংকর কর্মকাণ্ড করা যায়। বিশ্বের অনেক জায়গায় সিসি ক্যামেরার অবাধ ব্যবহার হচ্ছে। আমাদের দেশেও হয় কিন্তু খুব বেশি না।
যাই হোক কেমন হয় যদি মুভির ঐ হ্যাকারদের মতো আপনিও সিসি ক্যামেরা হ্যাক করে নিয়ন্ত্রণ করেন? খুব মজা হওয়ার কথা তাই না? ক্যামেরা আপনি যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করাতে পারছেন। ইচ্ছা করলে জুম করতে পারছেন। আরো কত কি! একবার তো আমি একটা মার্কেটের ক্যামেরায় একটা জিনিস চুরি হতে দেখেছিলাম।
CCTV security নিয়ন্ত্রন করুন পৃথিবীর অন্য প্রান্তের সিকিউরিটি ক্যামেরা আর দেখুন মজা!!
কি কি লাগবে হ্যাক করতে? তেমন কিছুই না। শুধু একটু ভাল নেট স্পিড হলেই হবে। কারণ সিসি ক্যামেরা স্কিন আপনার ব্রাউজারে লোড হতে হবে। তাহলে চলুন শুরু করি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ।
সিসি ক্যামেরা যেভাবে নিয়ন্ত্রণ করবেন:
প্রথমে যান গুগলে। http://www.google.com
তারপর নিচে দেয়া কোডগুলো থেকে যে কোন একটা কোড গুগলে সার্চ করুন।
  • inurl:”CgiStart?page=”

  • inurl:/view.shtml

  • intitle:”Live View / – AXIS

  • inurl:view/view.shtml

  • inurl:ViewerFrame?Mode=

  • inurl:ViewerFrame?Mode=Refresh

  • inurl:axis-cgi/jpg

  • inurl:axis-cgi/mjpg (motion-JPEG) (disconnected)

  • inurl:view/indexFrame.shtml

  • inurl:view/index.shtml

  • inurl:view/view.shtml

  • liveapplet

  • intitle:”live view” intitle:axis

  • intitle:liveapplet

  • allintitle:”Network Camera NetworkCamera” (disconnected)

  • intitle:axis intitle:”video server”

  • intitle:liveapplet inurl:LvAppl

  • intitle:”EvoCam” inurl:”webcam.html”

  • intitle:”Live NetSnap Cam-Server feed”

  • intitle:”Live View / – AXIS”

  • intitle:”Live View / – AXIS 206M”

  • intitle:”Live View / – AXIS 206W”

  • intitle:”Live View / – AXIS 210?

  • inurl:indexFrame.shtml Axis

  • inurl:”MultiCameraFrame?Mode=Motion” (disconnected)

  • intitle:start inurl:cgistart

  • intitle:”WJ-NT104 Main Page”

  • intitle:snc-z20 inurl:home/

  • intitle:snc-cs3 inurl:home/

  • intitle:snc-rz30 inurl:home/

  • intitle:”sony network camera snc-p1?

  • intitle:”sony network camera snc-m1?

  • site:.viewnetcam.com -www.viewnetcam.com

  • intitle:”Toshiba Network Camera” user login

  • intitle:”netcam live image” (disconnected)

  • intitle:”i-Catcher Console – Web Monitor”

এখন এই জাতীয় ওয়েব সাইট খুঁজে বের করুন। http://173.190.94.9/CgiStart?page=Single&Language=0
এখন দেখবেন নিয়ন্ত্রণ করার প্যানেলসহ ক্যামেরা এসে গেছে। (কিছু কিছু সাইট নাও কাজ করতে পারে)
আর হ্যাঁ কোন রকম অনৈতিক কাজের জন্য আমি দায়ী থাকবো না। 
ভাল থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে।

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

যদি পাসওয়ার্ড দেওয়া কম্পিউটারের পাসওয়ার্ড দেখা যায় কেমন হবে :P

সালাম সবাইকে, আশা করি আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন । বর্তমান সময়ে পাসওয়ার্ড ছাড়া কম্পিউটার পাওয়া যাবে কি না সন্দেহ আছে, যদি সেই পাসওয়ার্ড ভুলে যাই অনেক সময় পাসওয়ার্ড ভাঙ্গা যায় আবার অনেক সময় যায় না । যদি পাসওয়ার্ড ভাঙ্গা না যায় তাহলে উইন্ডোজ ফরম্যাট ছাড়া উপায় নাই :( সময় নষ্ট সাথে কিছু টাকাও নষ্ট । এখন থেকে নষ্টা নষ্টির দিন শেষ :P । চাইলে আপনার বন্ধুর কম্পিউটারের পাসওয়ার্ড না ভেঙ্গেও পাসওয়ার্ড দেখে নিতে পারবেন :P নিচে থেকে দেখে নিন কি করতে হবে ।
প্রথমে আপনাকে একটি ISO ফাইল ডাউনলোড করতে হবে এবং সেটা একটা সিডিতে বার্ন করতে হবে ।
ISO ফাইল বার্ন করতে ultraISO Premium Edition নিয়ে নিন ফুলভার্সন করার জন্য সাথে সিরিয়াল দেওয়া আছে । পাসওয়ার্ড চাইলে arifkhan দিন ।
যে ফাইল দিয়ে কাজ করবেন সেটার নাম ophcrack ISO
সিডি বার্ন কিভাবে করবেন  
ultraISO Premium Edition ডেক্সটপ থেকে ওপেন করুন

দেখানো যায়গায় ক্লিক করুন

ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিন

দেখানো যায়গায় ক্লিক করুন

Burn এ ক্লিক করে দিন, সিডি তৈরি হয়ে যাবে ।
ophcrack ISO ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।  নিচের কাজ গুলো আনুসরন করুন ।

দেখানো জায়গায় ক্লিক করুন

১/ এটা উইন্ডোজ xp এর জন্য, ট্রাই করিনি, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন
২/ এটা উইন্ডোজ 7 & vista এর জন্য, এটা দিয়ে কাজ করেছি এবং সফল হয়েছি
৩/ এটা ট্রাই করেছি কাজ হয়নি, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন
ফাইলটি ডাউনলোড করার পর একটি সিডিতে বার্ন করে ফেলুন । আমি উইন্ডোজ 7  ট্রাই করেছি এবং সফল হয়েছি । কম্পিউটার রিস্টার্ট দিয়ে বুট করুন নিচে দেখুন

প্রথমটা সিলেক্ট করাই থাকে আপনি শুধু এনটার দি, আপনাকে আর কিছু করা লাগবে না শুধু চেয়ে চেয়ে দেখুন :)

কিছুক্ষণপর এই রকম আসবে এবং একটু অপেক্ষা করুন

মার্ক করা টাই আমার কম্পিউটারের পাসওয়ার্ড :)
আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক সময়ে । আমার সবগুলো পোস্ট দেখতে এখানে ক্লিক করুন যারা দেখেন নাই তারা দেখে নিন হয়ত কাজে লাগতেও পারে ।  সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।

অনলাইনে মোবাইল রিচার্জ করুন ফ্রী-তে….না দেখলে বিশাল মিশ করবেন…

offertalk free mobile recharge 300x173 অনলাইনে মোবাইল রিচার্জ করুন ফ্রী তে....না দেখলে বিশাল মিশ করবেন... সবাই কেমন আছেন ? আসাকরি সবাই ভাল আছেন, আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।আমি TP-র নিয়মিত পাঠক,কিন্তু আজ পর্যন্ত সাহস করে উঠতে পারিনি কিছু  পোষ্ট করার,কারণ জ্ঞানের এই মহাসমুদ্রে দেওয়ার মতো কিছু ছিল না আমার কাছে। যাক কাজের কথায় আসা যাক ….
আজ আমি আপনাদের এমন একটি সাইট-এর সাথে পরিচয় করিয়ে দেবো ,যাতে আপনি নিবন্ধীকরণ/register করালেই আপনার অ্যাকাউন্তে ২ টাকা েযোগ হবে আর আপনি যতগুলি মোবাইল নম্বর যোগ করবেন তত ১ টাকা করে আপনার অ্যাকাউন্তে  যোগ হতে থাকবে আর এই সাইট-এর আরেকটা গুন খুব ভালো ,সেটা হল আপনি ওখান থেকে যত SMS পাঠাবেন তত ২ পয়সা করে আপনি পাবেন এবং যখনি আপনার অ্যাকাউন্তে ১০ টাকা জমা হয়ে যাবে তখনি আপনি যে কোন নম্বর-এ ওই টাকা রিচার্জ করতে পারেবন।তবে হলো না বিনামূল্যে মোবাইল রিচার্জ ,তবে ঠিক বিনামূল্যে না কারণ এ-তে আপনার ২-৩ মিনিট সময় লাগবে।আর এই কলিযুগে জল-ও বিনামূল্যে পাওয়া য়ায় না।তবে আমি কাল রাএে ঔই সাইট থেকে ৩০ টাকা রিচার্জ করেছি,খুব একটা কষ্ট হয়নি ঔই টাকা-টা জোগার করতে।
আপনি যতগুলি অ্যাকাউন্তে register করবেন আপনার আয় তত বেশি হবে।আশা করি এই সাইট নিয়ে আগে কোনদিন পোষট হযনি; যদি হয়ে থাকে বা কোন ভুলভ্রানিত হলে আমাকে ক্ষমা করবেন কারন এটা আমার প্রথম পোষট।ধন্যবাদ,কোন অসুবিধা হলে অবশ্যই জানাবেন…
সাইটটির লিঙ্কঃ-   Click here…
সাইটটির লিঙ্কঃ-   এখানে ক্লিক করুন…
 নিবন্ধীকরণ/register করার সময় Referrer Code ? চাইলে কোড দেবেন– 1672950S